Emergency
Contact

ইউ এস ভিসা বর্ধিতকরণ সংক্রান্ত জরুরী তথ্য

4th April, 2020


১)    ফরম আই-৯৪ এ প্রদর্শিত ভ্রমণ সময়  শেষ হয়ে গেলে ভিসা বর্ধিতকরণ/নন-ইমিগ্রান্ট  স্টাটাস পরিবর্তন  ইত্যাদি বিষয়ে ফরম আই-৫৩৯ পূরণ করে  নির্ধারিত ভিসা ফি প্রদান পূর্বক ইউএসসিআইএস বরাবর আবেদন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

ইউএসসিআইএস-এর ফরম নিম্নবর্নিত লিংকে পওয়া যাবে: https://www.uscis.gov/i-539 .

২) মেয়াদোত্তীর্ণ স্টুডেন্ট ভিসার (F-1 Student programs) ক্ষেত্রে ICE,  SEVP (Student and Exchange Visitor Program) –এর আওতায় “মহামারী কোভিড-১৯” এর কারনে উদ্ভূত অসুবিধার উপর  প্রস্তুতকৃত   ”প্রশ্ন ও উত্তরমালা” নিম্নবর্নিত লিংকের মাধ্যমে  যথাযথভাবে পূরণ করে জমা প্রদান  করতে হবে:  

https://www.ice.gov/sites/default/files/documents/Document/2020/COVID-19FAQ.pdhttps://www.ice.gov/sites/default/files/documents/Document/2020/COVID-19FAQ.pd

৩) ভিসা ব্যতিত অন্যান্য অইনগত বিষয়ে সহায়তার জন্য NYC Bar Association Legal Referral Hotline  ২১২-৬২৬-৭৩৭৩এ সকাল ৮:৩০ থেকে বিকাল ৫:৩০ সময়ে  কল করে অথবা online এর মাধ্যমে নিম্নবর্নিত লিংকে আবেদন ফরম (Request Form) পূরণ করে সহায়তা পাওয়া যাবে: https://www.nycbar.org/get-legal-help/our-services/request-a-lawyer/.