Emergency
Contact

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক  হতে জন্ম সনদ গ্রহণের জন্য কতিপয় নির্দেশনা:-

১।      আবেদনকারী অনলাইনে জন্ম নিবন্ধন  এর ওয়েব সাইটে (bdris.gov.bd) আবেদন দাখিলের পর আবেদনকারী অনলাইন হতে আবেদন পত্রের মুদ্রিত  কপি বাংলাদেশ কনস্যুলেট এ দাখিল করবেন এবং এক কপি ছবি আঠা দিয়ে যথাস্থানে লাগাতে হবে।

২।      জন্ম স্থান ও জন্ম তারিখের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা, চিকিৎসা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদ এর অনুলিপি অথবা, বার্থ এটেন্ডেন্টের প্রত্যয়ন অথবা সংশ্লিষ্ট ব্যক্তির মেশিন রেডিবল পাসপোর্ট এর প্রথম ০২ (দুই) পাতার অনুলিপি।

৩।     পিতা বা মাতার মেশিন রিডেবল পাসপোর্ট এর প্রথম ০২ (দুই) পাতার অথবা পুরাতন পাসপোর্টের প্রথম ০৭ (সাত) পাতার অনুলিপি।

৪।     পিতা বা মাতার অথবা নিজের পাসপোর্টে বর্ণিত স্থায়ী ঠিকানাই ব্যক্তির স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য হবে।

৫।    পূর্বে জন্ম নিবন্ধন   হয় নাই এই মর্মে আবেদন পত্রে আবেদনকারী ঘোষণা দিতে হবে।

৬।    ফি মানি অর্ডার এর মাধ্যমে প্রদান করতে হবে:

ক) নতুন জন্ম  সনদ এর জন্য ১.০০ (এক) মার্কিন ডলার এবং

খ)  তথ্য সংশোধনের জন্য আবেদন ফি: ০২ (দুই) মার্কিন ডলার