জন্মনিবন্ধন সার্টিফিকেট এর জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক অফিসে
সশরীরে উপস্থিতির প্রয়োজন নাই শুধুমাত্র ডাকযোগে আবেদন প্রেরণ করুন।
জন্ম নিবন্ধন সার্টিফিকেট:
১। বর্তমান করোনা ভাইরাস (কভিড-১৯) প্যানডেমিক পরিস্থিতিতে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ট্রেকএ্যাবল পোস্টাল সার্ভিসের মাধ্যমে কনস্যুলার সেবা (জন্মনিবন্ধন সার্টিফিকেট) গ্রহণকে সর্বাধিক অগ্রাধিকার প্রদান করছে। জন্মনিবন্ধন সার্টিফিকেট এর জন্য নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর ওয়েবসাইট: www.bdcgny.org থেকে নির্ধারিত জন্মনিবন্ধন ফরম স্পষ্ট অক্ষরে যথাযথভাবে পূরণ পূর্বক ফেরতযোগ্য সার্টিফাইড/ট্রাকেবল খাম এবং মানি অর্ডার মার্কিন ডলার 6.00 সহ আবেদনকারীর বাংলাদেশ পাসপোর্ট এর ফটোকপি ডাকযোগে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
২। যদি আবেদনকারী নাম পরিবর্তন করে থাকেন তাহলে কোর্ট এর চিঠির ফটোকপি প্রেরণ করতে হবে।
For Birth Registration physical attendance is not needed to the Consulate General of Bangladesh in New York please send application form only by mail
Birth Registration Certificate:
1. In light of the prevailing coronavirus (COVID-19) pandemic situation in New York, as per the guidelines of the local government of New York, Bangladesh Consulate General in New York highly emphasizes the public health safety and encourages the valued service seekers to receive consular services (Birth Registration Certificate) by trackable US Postal service. For the Birth Registration Certificate: Please print the prescribed Birth Registration Form from the website:www.bdcgny.org of the Consulate General of Bangladesh in New York. It is requested that please send a duly filled-in application form, the photocopy of Bangladesh Passport of the applicant along with returnable (certified/trackable) envelope and USD 6.00 Money Order. Upon receiving the proper documents, service will be delivered with shortest possible time.
2. If the applicant has changed his/her name, a photocopy of the court letter must be sent.
Requirements for Birth Certificate (BRC){Postal Service}:
01. |
A duly filled-in Application Form for BRC |
02. |
Photocopy of Bangladesh Passport and a valid US Photo ID |
03. |
Applicable fees US$ 6.00 through Money Order or Bank Certified Cheque |
04. |
Photocopy of court order in case of name change. |
05 |
A Paid Trackable Return Envelope |